যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ‘সুপার ভিডালিস্টা’ নামের ৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনা নিয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চোরাচালান চক্র ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ এনে সীমান্ত এলাকায় মজুদ করেছে। খবর পেয়ে বেনাপোল বিওপির হাবিলদার মো. মামুনুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। অভিযানে ৯ হাজার ৮০০ পিস ভারতীয় 'সুপার ভিডালিস্টা' ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত ট্যাবলেটগুলো আইনগত প্রক্রিয়া শেষে যশোর ব্যাটালিয়নে জমা করে ধ্বংস করা হবে।’
সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ ওষুধ চোরাচালান রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে চোরাচালান চক্রগুলো প্রায়ই কৌশল পাল্টিয়ে এ ধরনের অবৈধ পণ্য পাচারে লিপ্ত থাকছে।