বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:৫০ পিএম

চালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে ৬৫ আনসারকে প্রত্যাহার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:৫০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৬৫ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে এ ৬৫ জন সদস্যকে শাস্তিমূলকভাবে অন্যত্র বদলি করা হয়।

বেনাপোল বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়েছে। আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম দফায় ৬৫ জনকে বদলি করা হলেও পর্যায়ক্রমে আরও সদস্যকে বদলি করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি বন্দরের বিভিন্ন গেট থেকে ট্রাকপ্রতি ২০ থেকে ৪০ টাকা ‘বকশিশ’ আদায়ের অভিযোগ ওঠে আনসার সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে আলোচনা ও অনুসন্ধানের পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রথম ধাপে সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহার করা হয়।

জানা যায়, বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের গেটপাস পরীক্ষা ও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার বাহিনীর ১৬৩ সদস্য এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য। ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় এই দুই নিরাপত্তা সংস্থার কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেকোনো সময় বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘পিমা’র সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

Shera Lather
Link copied!