ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে থানা ও উপজেলা পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বর্তমানে ভাঙ্গা গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান করছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোলচত্বর এলাকায় এসে জড়ো হন। এ সময় তারা সাংবাদিকদের ভিডিও ধারণ ও ছবি তোলায় বাধা দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যদের মডেল মসজিদে আশ্রয় নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ সময় ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে উপজেলা সদরের দিকে আসতে থাকেন। কেউ হেঁটে, কেউ ভ্যান-নসিমন কিংবা মোটরসাইকেলে করে এসে বিক্ষোভে যোগ দেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের ভাঙ্গা সার্কেল, ভাঙ্গা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

 
                            -20250915143300.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030225605.webp) 
                                                                                    -30-10-25-20251030222222.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন