ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

যশোর শিক্ষাবোর্ড

দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী!

যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:৩৮ পিএম
যশোর শিক্ষাবোর্ড। ছবি- সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার স্বার্থে প্রবেশকারীদের স্বাক্ষর করে প্রবেশ করার নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে যে ব্যক্তি অফিসে প্রবেশ করছেন তাকে খাতায় নাম, ঠিাকানা ও মোবাইল নম্বর লিখে প্রবেশ করতে হচ্ছে।

বোর্ড সূত্র জানায়, নিয়মানুযায়ী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে খাওয়ার সময় এক ঘণ্টা । এ সময়ের মধ্যে তারা নামাজ পড়ে কর্মস্থলে খাবার খেয়ে দায়িত্ব পালন শুরু করবে।  কিন্তু অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী এই নিয়ম মানছে না।

অভিযোগ উঠেছে, দুপুরে খেতে গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসের নির্ধারিত সময়ের পরে অফিসে আসেন। এতে করে কাজকর্মের ব্যাঘাত ঘটছে। দুুপুরের পরে সেবা নিতে আসা সেবাপ্রত্যাশীদের অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে খেতে না যাওয়ার জন্য বোর্ড চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। কর্মস্থলে আসার সময় তাদের সঙ্গে করে খাবার আনতে বলা হয়েছে।

এদিকে বোর্ডের নিরাপত্তার স্বার্থে অফিসে প্রবেশের ক্ষেত্রে খাতায় স্বাক্ষরের ব্যবস্থা চালু করা হয়েছে। যে ব্যক্তি অফিসে প্রবেশ করবেন, তাকে অফিসের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যের কাছে থাকা খাতায় স্বাক্ষর করতে হবে। শুধু স্বাক্ষর করলে হবে না, তার নাম, ঠিকানা , মোবাইল নম্বর ও কার কাছে যাবেন সেটা লিখতে হচ্ছে। এরপর তাকে আনসার সদস্য অফিসে ঢুকতে দিচ্ছেন।

যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান জানান, সম্প্রতি অফিসে কয়েকটি ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এ কারণে অফিসের নিরাপত্তার স্বার্থে প্রবেশকারীর স্বাক্ষরের নিয়ম চালু করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম জানান, অনেক কর্মকর্তা-কর্মচারী দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে গিয়ে আর আসেন না। এতে করে সঠিক সেবা প্রদানের ব্যাঘাত ঘটছে। এ কারণে এখন থেকে সবাই বাড়ি থেকে খাবার এনে অফিসে খাবেন। এরপর যথারীতি কাজ শুরু করবেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে  যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।