যশোরের বেনাপোলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে মাকে মারধর করে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে ফিল্মি কায়দায় একদল দুর্বৃত্ত অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোলের কাগমারী কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জাহিদ হোসেনের মেয়ে জাকিয়া পারভীন (১৫) স্থানীয় কাগমারী কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। মঙ্গলবার পরীক্ষা শেষে জাকিয়ার মা শিখা খাতুন (৩৬) তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
পথে বেনাপোল দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান (২২), ভবেরবেড় গ্রামের নাইমুর (২৬)-সহ আরও ১০-১২ জন দুর্বৃত্ত ৪-৫টি মোটরসাইকেল ও একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে তাদের গতিরোধ করেন।
এ সময় জিসান ও নাইমুর শিখা খাতুনকে বেধড়ক মারধর করেন, আর সুমন হোসেন অস্ত্রের মুখে জাকিয়াকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যান। শিখা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যান।
পরে জাকিয়ার মা শিখা খাতুন সুমন, জিসান ও নাইমুর নামীয় তিন জনসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অপহৃত জাকিয়ার বাবা জাহিদ হোসেন বলেন, ‘এর আগেও সুমন আমার মেয়েকে একবার উঠিয়ে নিয়েছিল। তখন তাকে শার্শা পাইলট স্কুল থেকে তুলে গ্রামের স্কুলে ভর্তি করি। আজ আবার সে একই ঘটনা ঘটাল। আমরা থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো মেয়েকে উদ্ধার করা হয়নি, অপরাধীদেরও ধরা হয়নি।’
এ বিষয়ে কাগমারী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, ‘পরীক্ষা শেষে জাকিয়া তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। আমরা প্রশাসনের কাছে জাকিয়াকে দ্রুত উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।’