ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ফল ঘোষণা করা হয়।
তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ১৪০ ভোট।
এছাড়া বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৬ ভোট।