যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নিকে প্রতিস্থাপনের দাবি নিয়ে বিএনপির একাংশের নেতারা সরব হয়েছেন। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেছেন।
গত ১০ নভেম্বর চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ও ঝিকরগাছা উপজেলা সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ এই আবেদনপত্র জমা দেন। আবেদনে দুই উপজেলার ৫২ নেতাকর্মী এর পক্ষে স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, ৩ নভেম্বর মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম জানান, ‘সাবিরা সুলতানা মুন্নির সঙ্গে দলের কর্মী-সমর্থকদের যোগাযোগ কম। গত ১৭ বছরে দলের দুঃসময়ে তিনি সক্রিয় ছিলেন না। মামলা-হামলায় কারও পাশে দাঁড়াননি। এ কারণে তার পক্ষে নেতাকর্মীদের মাঠে নামানো কঠিন।’
তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো প্রার্থী নেই। তবে যারা বিগত দিনে সংগঠনের স্বার্থে কাজ করেছেন, তাদের মধ্যে যেকোনো নেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হোক।’
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ বলেন, ‘ঝিকরগাছা উপজেলা ও অঙ্গসংগঠনের ২৫ নেতার স্বাক্ষরিত আবেদনপত্র হাইকমান্ডে জমা দেওয়া হয়েছে। নেতাদের নিরাপত্তার স্বার্থে আপাতত নাম প্রকাশ করা হয়নি। জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিপরীতে সাবিরা সুলতানা মুন্নিকে বিজয়ী করা কঠিন হবে। তাই নতুন প্রার্থীর প্রত্যাশা করা হয়েছে।’
দলীয় সূত্র জানায়, সাবিরা সুলতানা মুন্নি জেল-জুলুমের শিকার হয়েছেন এবং তার স্বামী নাজমুল ইসলামকে স্বৈরাচারী সরকারের সন্ত্রাসীরা খুন করেছে। ২০১৪ সালে ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন। দলীয় হাই কমান্ড দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছে।
অন্যদিকে, যশোর-২ আসনের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি মুঠোফোনে জানান, ‘৫২ নেতাকর্মীর স্বাক্ষরিত আবেদনের বিষয়টি অবিশ্বাস্য। দুই উপজেলায় নেতাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ধানের শীষকে ভালবেসে নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। আমি নারী প্রার্থী হওয়ার কারণে দুই উপজেলায় সর্বাধিক নারীর ভোট পাব। অন্যান্য ভোটারদের মাঝেও জনপ্রিয়তা আছে। আশা করি রেকর্ড ভোটে জয়ী হব।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন