ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

তথ্য উপদেষ্টাকে নিয়ে জামায়াত নেতার বক্তব্য ভাইরাল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৫৬ পিএম
নলছিটি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মনির ইউ জামান মনির। ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মনির ইউ জামান মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। যমুনা টেলিভিশনের একটি ফটোকার্ডে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য উদ্ধৃত করে লেখা হয়, ‘বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আরেকটি মওদুদীপন্থী দলের প্রয়োজন নেই। ইতোমধ্যে অর্ধডজন প্রক্সি কাজ করছে। নতুন কিছু যোগ করার চেয়ে পুনঃনির্ধারণ, পুনর্গঠন ও পুনরুদ্ধার করুন।’

এই পোস্টের নিচে মনির ইউ জামান কমেন্ট করেন, ‘তোমার কপালে জুতার বারি অপেক্ষা করছে, মনু। তুমি উপদেষ্টার পদে বসে একটি দল নিয়ে মিথ্যাচার করছ। তুমি এই পদের যোগ্য নও। নিজের ইচ্ছায় পদত্যাগ করো। নচেৎ জুতারপেটা দিয়ে তোমাকে ওখান থেকে নামানো হবে।’

মনির ইউ জামানের এই মন্তব্য মুহূর্তেই স্ক্রিনশট আকারে ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। মনির ইউ জামান জেডএ ভূট্টো ডিগ্রি কলেজের প্রভাষক।

ছবি- রূপালী বাংলাদেশ

এ নিয়ে সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাগর হোসেন নিজের প্রোফাইলে স্ক্রিনশটটি শেয়ার করে লিখেছেন, ‘এটাই জামায়াতের আসল চরিত্র। পতিত লীগের লোকজনের দ্বারা উপদেষ্টা মাহফুজ আলম বারবার আক্রমণের শিকার হয়েছেন। জামায়াত নেতাদের মন্তব্যে স্পষ্ট, এসবের পিছনে উগ্র মনোভাবাপন্ন নেতারাই জড়িত।’

এদিকে সাধারণ মানুষও প্রশ্ন তুলেছেন, সরকারের চাকরি করে একজন কলেজ প্রভাষক কীভাবে সরকারের একজন উপদেষ্টাকে জুতার বাড়ি দেওয়ার হুমকি দিতে পারেন। উক্ত ঘটনা ঘিরে এলাকায় এবং সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জামায়াতের নেতা প্রভাষক মনির ইউ জামান মনির অভিযোগ স্বীকার করে বলেন, ‘সে গুরুত্বপূর্ণ একটা পোস্টে দায়িত্বরত আছেন। তার মুখ থেকে এ ধরনের কথা বলা বেমানান। তিনি কোনো রাজনৈতিক দলের উপদেষ্টা নন, তিনি একটি নিরপেক্ষ সরকারের উপদেষ্টা। এ ধরনের কথা তিনি বলতে পারেন না। এ ছাড়া তিনি আমার চেয়ে জুনিয়র, কিন্তু তারপরও তার পদে বসে ভেবে-চিন্তে কথা বলতে হবে। যদি তিনি ছেলেমানুষি কথা বলেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। তাকে বুঝে-শুনে কথা বলতে হবে।’

এ বিষয়ে নলছিটি উপজেলা জামায়াতের সভাপতি জাকির হোসেন বলেন, ‘ওই মন্তব্য আমাদের সাংগঠনিক বা রাজনৈতিক কোনো মতামত নয়। সম্ভবত অন্য কেউ লিখতে পারেন বা এটি তার ব্যক্তিগত মত হতে পারে। এটি আমাদের কোনো সাংগঠনিক বক্তব্য নয়।’