ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের সন্তানসহ রুপা খাতুন (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় নিহতের স্বজনরা।
জানা গেছে, বাবার বাড়ি বড় গাবলা থেকে ইজিবাইকে করে শ্বশুরবাড়ি শীতলীডাঙ্গা যাওয়ার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয় ইজিবাইটিকে। এতে ঘটনাস্থলেই রিপা খাতুন (২৫) মারা যায়। এ সময় তার আরেক সন্তান সোয়াদ (৬) ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের স্বামী মো. সোহেল রানা জানান, আমার স্ত্রী রুপা খাতুন গতকাল ডাক্তার দেখাতে ঝিনাইদহে আসে। ডাক্তার দেখিয়ে সে বাবার বাড়িতে ছিলো। আজ বিকালে আমার বাড়িতে ফেরার কথা ছিলো। স্ত্রী ও সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে পৌঁছে জানতে পারি আমার স্ত্রী রুপা খাতুন মারা গেছে। পরে রাত ৮ টার দিকে আমার ছেলে সোয়াদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, রুপা খাতুনকে মৃত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত ইজিবাইকটিকে হেফাজতে নিয়েছে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন