ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন সুলতানা হরিনাকুন্ড উপজেলার আমতলা মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটই বাজার থেকে স্বামীর মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন স্কুলশিক্ষিকা নাসরিন। পথিমধ্যে আখ সেন্টারের সামনে এলে একটি অজ্ঞাতনামা ট্রাক পিছন দিক থেকে তাদেরকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় গুরুতর আহত হন তার স্বামী।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ট্রাকটিকে সনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন :