ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে সম্মাননা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:২৭ পিএম
মহেশপুরে ৫ নারীকে সম্মাননা দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সামলা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, থানার নবাগত ওসি মেহেদী হাসান, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ এচিএম খাইরুল আনাম এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।

দিবসটি উপলক্ষে সফল জননী হিসেবে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।