জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় শনিবার (৯ আগস্ট) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার এবং ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদারের বাড়ি লক্ষ্য করে ৮-১০ জন অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে।
রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে একঘরে আটকে রাখে। এরপর এক ঘণ্টারও বেশি সময় ধরে ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
শিক্ষক নাফসি তালুকদার জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করেছে। তারা জানালার গ্রিল কেটে ঢুকে আমাদের হাত-পা ও চোখ বেঁধে রেখেছিল। আমরা সবাই আতঙ্কিত ছিলাম।
তার স্ত্রী, শিক্ষিকা তাজমিনা তালুকদার বলেন, তারা ঢুকেই আমাদের বেঁধে ফেলে ঘরের প্রতিটি জায়গা খুঁজে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ঘটনার পরপরই এএসপি সার্কেল ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, দ্রুত মামলার প্রস্তুতি চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।