ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১১:০৯ পিএম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ছবি- রূপালী বাংলাদেশ

দুর্নীতি, অসদাচরণ এবং ঘুস বাণিজ্যের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (পাজেপ) চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) বিকেলে  মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্য লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগে বলা হয়, সদস্যদের অবমূল্যায়ন, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি খারাপ আচরণ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি, শিক্ষক বদলিতে বাণিজ্য, ঠিকাদারদের বিল ফাইল আটকে রেখে ঘুস গ্রহণ, চরম দুর্নীতির অভিযোগ।

এ অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পরিষদের কোনো ধরনের কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য,  ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গঠনের পর তিনিই প্রথম নারী চেয়ারম্যান।  

স্থানীয় পর্যায়ে এ নির্দেশনার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জনসাধারণ ও স্থানীয় নেতারা তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।