খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে (বিজিবি। এ সময় কেউকে আটক করা না হলেও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের তং পাড়ায় এই গোলাগুলি হয়।
বিজিবি জানায়, ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত সদস্যদের স্বশস্ত্র অবস্থানের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা বিজিবি টহল দলের ওপর গুলি চালায়। বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে।
পরে ইউপিডিএফ সদস্যরা পিছু হটলে বিজিবি ঘটনাস্থল তল্লাশি করে দুইটি বিদেশি রাইফেল, একটি পিস্তল, একটি শর্টগান, ১৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করে।
বিজিবির যামিনী পাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তাইন্দংয়ের তং পাড়া এলাকায় বিজিবির টহল দলের সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।
সোমবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘আমাদের সংগঠনের কোনো কর্মীর সঙ্গে এ ধরনের কোনো ঘটনার সম্পৃক্ততা নেই। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’
পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে আসছে। এই ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :