ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৩:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে  আলোচনা সভা, র‍্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালের দিকে র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহির, মাটিরাঙ্গা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল বক্তব্য রাখেন।

দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বেড়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘দুর্যোগের আগাম প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এ জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।’ দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকি হ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাহাড়ে ভূমি ধসের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস না করার জন্য আহ্বান জানান।

এর আগে দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এরও আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে ফ্রিডম স্কয়ারে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দীপু, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. আজগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হারুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে।