ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

হজে ব্যয় না হওয়া টাকা হাজিদের দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৩৪ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা হাজিরা ফেরত পাবেন না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে হজ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ব্যয় না হওয়া টাকা হাজিদের নয় ৮৩১টি এজেন্সিকে ফেরত দেওয়া হবে। কারণ এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়ছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।’

‘২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন’ বলেও জানান ড. আ ফ ম খালিদ হোসেন। এ ছাড়া আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বে বলেও জানান তিনি।

খালিদ হোসেন বলেন, ‘আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে মিটিং আছে। আশা করি, হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করব।’

প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন বলেও জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, হেফাজতে ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবির বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

‘সেফ এক্সিট’ নিয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘আমার কোনো অপরাধ নেই, আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করিনি বা কাউকে চুরি করতে সহায়তা করিনি। আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এ দেশের নাগরিক, এদেশেই থাকবো।’

ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনারা কি সুষ্ঠু নির্বাচনের দিকে যাবেন? কেউ কেউ বলছেন উপদেষ্টারা আঁতাত করছেন পালানোর জন্য বা সেফ এক্সিটে যাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা কোথায় দেশ থেকে পালাবো, আমার ঢাকা শহরে কোনো বাড়ি নেই। চট্টগ্রাম শহরেও কোনো বাড়ি নেই। আমি সেফ এক্সিট নিয়ে কি বাইরে গিয়ে রাস্তায় শুয়ে থাকবো। এই দেশটা আমার। আমরা যদি একটা নির্বাচিত সরকারকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি সেটা আমাদের বড় সফলতা। এটা আমাদের জন্য কৃতিত্ব।