গত মে ও জুন মাসে সারা দেশে দায়িত্ব পালনকালে অসীম সাহসিকতা, পেশাদারিত্ব ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিপিএম পদক পাচ্ছেন সহকারী উপ-পরিদর্শক (নিরস্ত্র) আতিক হাসান।
এ ছাড়া পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই (নিরস্ত্র) এমদাদুল হক, মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান এবং ডিএমপির কনস্টেবল সুজন আলী।
তাদের এই সম্মাননা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন