দেশে সহিংসতা ও লুটতরাজের বিরুদ্ধে খুলনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ট্রাফিক মোড়ে, গ্রামে, পাড়ায় ও মহল্লায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানার নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার ও আনসার ভিডিপি সদস্য নিয়োগ করেছেন।
খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ৭ জন ডাকাত আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় ৪টি গরু ডাকাতি করে চুনকুড়ি গ্রাম লাগোয়া পশুর নদী হতে ট্রলার যোগে যাওয়ার সময় ডিউটিরত আনসার ভিডিপি দলনেতা প্রকাশ মিস্ত্রি, সহকারী আনসার কমান্ডার ধীমান গাইন, ইউনিয়ন আনসার কমান্ডার ভরত চন্দ্র রায় ও ভিডিপি সদস্য রাসেল দেখতে পেয়ে স্থানীয় জনগণের সাহায্যে অন্য একটি ট্রলার যোগে ধাওয়া করে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেন।
সকালে দাকোপ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রাকিবুল ইসলামের মাধ্যমে বাজুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুর ইসলামের নিকট ৭ জন ডাকাতকে হস্তান্তর করেন।
আপনার মতামত লিখুন :