শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে, তবে স্বৈরাচার কি সত্যিই বিদায় হয়েছে? স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা বাংলাদেশে এখনো আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান।
শনিবার (৫ জুলাই) চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ‘বাংলাদেশ, আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের সঞ্চালনায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর রহমান মাহবুব, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, উপজেলা কৃষকদলের সভাপতি শাহালম বেপারী, তারাব পৌর ওলামা দলের সভাপতি পনির ভূঁইয়াসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :