যদিও সরকার বলছে ডেঙ্গু-করোনার সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ছয়জন রোগী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১২৬ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও করোনাবিষয়ক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়। করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ২৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। এ ছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬২৯ রোগী শনাক্ত হয়েছে। একই দিন ডেঙ্গুবিষয়ক অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৯৫৪ জন আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, জুলাইয়ে এখন
পর্যন্ত ১ হাজার ৬৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে তিনজন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৩৫৭ জন, বাকি ৮৭৯ জন অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা গেছে।
আপনার মতামত লিখুন :