ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

মামার বিয়ের রাতে ভাগ্নি উধাও

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০১:২৮ পিএম
নিখোঁজ দীপ্তি সরকার। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছার দেবদুয়ার মালোপাড়া গ্রামের সুব্রত সরকার ও রঞ্জিতা সরকারের মেয়ে দীপ্তি সরকার (১৭) নিখোঁজ হয়েছেন। ৩১ জুলাই (বৃহস্পতিবার) গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলার গুনালী নলতা এলাকায় এক বিয়েবাড়ি থেকে তিনি নিখোঁজ হন। দীপ্তি দরগাহপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, প্রায় এক মাস আগে দীপ্তি মামার বাড়ি ডুমুরিয়ার শোভনায় বেড়াতে যান। পরে মামা উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে ৩১ জুলাই রাতে তালার গুনালী নলতায় আরেক মামা জয় বিশ্বাসের বিয়েতে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে দীপ্তিকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

দীপ্তির মামা উজ্জ্বল বিশ্বাস জানান, বিয়েবাড়িতে দীপ্তি মামা জয় বিশ্বাসের মোবাইল ফোন ব্যবহার করেছিলেন, তবে তার বাইরে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি।

বিষয়টি তালা ও পাইকগাছা থানায় লিখিতভাবে জানানো হয়েছে। তালা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন কলেজছাত্রীর পিতা সুব্রত সরকার।

দীপ্তির মা রঞ্জিতা সরকার বলেন, দীপ্তি সহজ-সরল স্বভাবের মেয়ে। তাকে কেউ ফুঁসলিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে পারে। আমরা খুব উদ্বিগ্ন। মেয়েকে দ্রুত ফেরত চাই।

প্রতিবেশী গৃহবধূ অনিতা রানী রায় বলেন, তার (দীপ্তির) বয়স ও মানসিক পরিপক্বতা বিচার করলে বলা যায়, সে হয়তো ভালো-মন্দ বিচার করতে পারে না। কেউ তাকে ভুল পথে পরিচালিত করে থাকতে পারে।

এ ব্যাপারে পাইকগাছা থানার এসআই হাফিজুর রহমান হাফিজ জানান, তালা থানার অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। নিখোঁজ কলেজছাত্রীর সন্ধানে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় দীপ্তির পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। দ্রুত মেয়ের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।