খুলনার পাইকগাছায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁদখালী বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না থাকা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন: হোটেল ব্যবসায়ী ওমর ফারুক (৫ হাজার টাকা), হোটেল ব্যবসায়ী মফিজুল সরদার (১ হাজার টাকা) এবং মিষ্টি ব্যবসায়ী রাসেলক (৭ হাজার টাকা)।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল এবং পেশকার তুহিন বিশ্বাস।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন