ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

হাত পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১০:০২ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষি জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ অক্টেবর) দুপুরে  উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিবু (৬০) মিয়া সুলতানপুর গ্রামের  সুন্দর আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান নিবু মিয়া। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুরের দিকে বাড়ি থেকে কিছু দূরে একটি ধানক্ষেতে হাত-পা-মুখ বাঁধা ও গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।