ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

দপ্তরির কামড়ে প্রধান শিক্ষক আহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১১:৫৬ পিএম
ছবি- এআই দিয়ে তৈরি

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথ দপ্তরি ও নৈশপ্রহরী মনির খানের হামলায় আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, দপ্তরি কামড়ে তার বাম হাত রক্তাক্ত করে তোলেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে, সহকারী দুই শিক্ষকের সামনেই। হামলার পর আহত শিক্ষককে কটিয়াদি উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রধান শিক্ষক বিরাজ কিশোর বলেন, ‘মনির খানকে প্রিন্টার সঠিক স্থানে রাখতে বললে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে বাম হাতে কামড় দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরদিন (১৭ জুলাই) তিনি কটিয়াদি উপজেলা শিক্ষা অফিস ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

অভিযুক্ত দপ্তরি মনির খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিক্ষককে রাগী ও উদ্ধত মনে হয়েছে, তিনি আমাকে ধরে রাখায় আমি আত্মরক্ষার্থে কামড় দিয়েছি।’

এ বিষয়ে কটিয়াদি উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার বিদ্যালয়ের এডহক কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, অভিযুক্ত মনির খানের বিরুদ্ধে রোববার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’