ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০২:১৬ পিএম
ফুলবাড়ী থানা। ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিন আব্দুল হামিদ (৬৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল হামিদ ওই গ্রামের মৃত হবিউল্ল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে আব্দুল হামিদ নিজ জমিতে আমন ধানের চারা রোপণের প্রস্তুতির জন্য সেচ দিতে গিয়ে বিদ্যুৎচালিত মোটরের সংযোগ দেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আব্দুল হামিদ একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। সকালে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এমন মৃত্যুতে আমরা শোকাহত।’

ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।’