ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৭:০৮ পিএম
মেধাবৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি ও সমমানের মেধাবৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ: মাহাতাব হোসেন, কাশিপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকি, ফুলবাড়ী জসিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, শাহবাজার ফাজিল মাদ্রাসার সভাপতি আরাবুর রহমান পাশা, অনন্তপুর দাখিল মাদ্রাসার এসএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে ফুলবাড়ী উপজেলার মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।