কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ভেড়ামারা মসলেমপুর এলাকার কালু প্রামানিক, ভেড়ামারার ১৬ দাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু মন্ডল, এজাজুল ও রুবেল আলী। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে দশটায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় স্বামী-স্ত্রী বাড়িতে ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে যায়। এরপর ভুক্তভোগীর স্বামীকে বেঁধে মারধর করা হয়। পরে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটক করে পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলমান। মামলা শেষে ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য জন্য হাসপাতালে পাঠানো হবে।’