ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

হাসনাত-সারজিসকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা

বরিশাল ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৪ এএম
হাসনাত-সারজিস। ছবি- সংগৃহীত

বরিশালে এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) এবং সারজিস আলমকে (উত্তরাঞ্চল) অবাঞ্ছিত ঘোষণা করেছেন কারিগরি শিক্ষার্থীরা। সাত দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, এই দুই নেতা তাদের ন্যায্য দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শিক্ষার্থীরা নগরের চৌমাথা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বরিশাল জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু।

তিনি জানান, হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই তারা বরিশালে অবাঞ্ছিত। ভবিষ্যতে তারা এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, চার বছরের ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতকের মর্যাদা দেওয়া, এবং কারিগরি শিক্ষার উন্নয়নে নির্দিষ্ট বাজেট বরাদ্দসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর হবে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে।

অবরোধ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।