লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা চালানোর অভিযোগে শেখ মুজিবুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বায়ু দূষণ বন্ধে জেলা-উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহামেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হকসহ সোনবাহিনী ও পুলিশ কর্মকরতারা উপস্থিত ছিলেন।
ইটভাটার মালিক শেখ মুজিবুর রহয়ান চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
সদর উপজেলা ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার সদর উপজেলার দিঘলী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশ্চিম দিঘলী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিক শেখ মুজিবুর রহমানকে দুই লাখ টাকা অর্থদণ্ড দওয়া হয়েছে।
এছাড়া ভাটা বন্ধে মুচলেকা গ্রহণ করা হয়েছে। ভাটা পরিচালনায় তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছিল না। জ্বালানি কাঠ পুড়িয়েও তারা দণ্ডনীয় অপরাধ করেছে। বায়ুদূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাটার এক কর্মচারী জানায়, ৫ আগস্টের পর ভাটা মালিক শেখ মুজিব একটি মামলায় গ্রেপ্তার হন। জামিনের বের হলেও তিনি ভাটায় তেমন আসেন না। জরিমানার টাকা অন্য একজন এসে দিয়ে গেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন