গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘২৪ জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকার কারণে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে তাদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় জামায়াতে ইসলামী জনগণকে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন :