বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:৫০ পিএম

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:৫০ পিএম

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মোট ৫০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উল আলম ভূঁইয়া, সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সহকারী পরিদর্শক (মোটরযান) পবন চাকমা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মনোনীত সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ২০২৪ ও ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন এবং আহত ৫ জনের পরিবারের মাঝে এই চেক বিতরণ করা হয়েছে। নিহত প্রত্যেক ব্যক্তির পরিবার ৫ লাখ টাকা এবং আহতদের পরিবার ১ লাখ টাকা করে চেক পেয়েছে। এই আর্থিক সহযোগিতা বিআরটিএ ট্রাস্টি বোর্ড অনুমোদন করেছে।

এ সময় বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনায় আহত বা নিহতদের পরিবারের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে আবেদন করলে তা ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই করে অর্থ সহযোগিতা মঞ্জুর করে।

বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের মতো দেশে সড়ক দুর্ঘটনায় এত বেশি হতাহতের নজির নেই। ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং অসতর্ক যাতায়াতের কারণে দেশে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

এ সময় বক্তারা সড়কে সরকারের তদারকি সংস্থাগুলোর বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সবাইকে সড়কে সতর্ক চলাফেরা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Shera Lather
Link copied!