ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

অপেক্ষার সময় কাটবে বইয়ের সঙ্গে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:১৭ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ভূমি সেবাগ্রহীতাদের আর সেবা নিতে এসে লাইনে দাঁড়িয়ে একঘেয়েমি কাটাতে হবে না। এখন তারা সময় কাটাতে পারবেন বইয়ের সঙ্গে। এমন উদ্যোগে লক্ষ্মীপুরের ভূমি অফিসে স্থাপন করা হয়েছে একটি লাইব্রেরি। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকের সাবেক সভাপতি জেডএম ফারুকী প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার বিকল্প নেই। বইয়ের সঙ্গে সব শ্রেণির পাঠকদের একাত্ম করতে আমরা পাঠাগার গড়ে তোলার চেষ্টা করছি। বই পড়ার মাধ্যমে সেবাগ্রহীতারা যেমন আনন্দ পাবেন, তেমনি জ্ঞানের খোরাকও অর্জন করবেন।