ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-র‌্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:৪৬ পিএম
বিজিবি-র‌্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার। ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন র‌্যাবের সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান এবং বিজিবির আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দলের হাতে মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার হয়। উদ্ধারকৃত সামগ্রী পরে শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।