ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

‘রাগাসা’র তাণ্ডবে কাঁপল হংকং-তাইওয়ান, ৭০০ ফ্লাইট বাতিল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৩:৫৫ পিএম
হংকংয়ে ‘রাগাসা’র তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ছবি- সংগৃহীত

সুপার টাইফুন ‘রাগাসা’র প্রভাবে ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে হংকং ও তাইওয়ান। বর্তমানে ‘রাগাসা’ চীনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। এরইমধ্যে ‘রাগাসা’কে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অভিহিত করেছেন আবহাওয়াবিদরা। সংবাদমাধ্যম ফাস্টপোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘রাগাসা’র কারণে হংকংয়ে ৭০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির রেল সংস্থা এমটিআর ট্রেন চলাচল বন্ধ রাখলেও ভূগর্ভস্থ রুটে সীমিত সেবা চালু ছিল।

এরইমধ্যে ‘রাগাসা’র প্রভাবে তাইওয়ানে একটি হ্রদের বাঁধ ভেঙে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে ‘রাগাসা’ উত্তর ফিলিপাইনে আঘাত হানে। এতে বহু গাছ উপড়ে যায়।

হংকং থেকে পাওয়া এক ভিডিওতে দেখা গেছে, প্রবল বাতাসে একটি সেতুর ছাদে ফাটল ধরেছে, শত শত গাছ উপড়ে পড়েছে। এদিকে চীনা আবহাওয়াবিদরা একে ‘ঝড়ের রাজা’ বলে আখ্যা দিয়েছেন।

এ ছাড়াও বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রবল ঢেউয়ে কিছু নৌযান সমুদ্রের তীরে আছড়ে পড়ছে, কাচের রেলিং ভেঙে যাচ্ছে, নদী ও সমুদ্রতীরের আশপাশে ডুবে যাচ্ছে সাইকেলের লেন, খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র।

এর আগে তীব্র ঝড়ো হাওয়ার কারণে হংকং ও নিকটবর্তী নগরী ম্যাকাওয়ে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয় স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও জনপরিবহন।