ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ৩৫ জন নেতাকর্মীরা আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৩:৫৩ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল এলাকা ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের শেরে বাংলা নগর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আজ দুপুরে নিষিদ্ধ কার্যক্রমে অংশ নিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, যেসব স্থানে মিছিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে, সেসব এলাকায় পুলিশের অভিযান চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।