ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে : আবু হানিফ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:২২ পিএম
গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন আবু হানিফ। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এবং দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দাবি করেছেন যে, যারা আগে দ্রুত নির্বাচন চেয়েছিল তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। 

রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন দোকানপাট, ব্যবসায়িক কেন্দ্র এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি এলাকার ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আবু হানিফ বলেন, ‘আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ পরিবর্তন চায়। আগামী দিনে তারা তরুণদের সংসদে দেখতে চায়। স্বাধীনতার ৫৪ বছরে প্রবীণ রাজনীতিবিদরা অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন। তরুণদের নেতৃত্বেই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে।’

তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও গণঅধিকার পরিষদের নামে কোনো চাঁদাবাজি বা দখলদারির অভিযোগ নেই। সুষ্ঠু ভোট হলে জনগণ নতুনদেরই বেছে নেবে।

আবু হানিফ বলেন, ‘আওয়ামিলীগের ১৫ বছরে যে লুটপাট, চাঁদাবাজি, দখলদারি ছিল, তারা ক্ষমতা হারালেও এই সিস্টেমের পরিবর্তন হয়নি। এখন অন্য দল এসব করছে। মানুষ তাদের ওপরও বিরক্ত। একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ তাদের পতন চায়।’

দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশকে স্থিতিশীল করতে নির্বাচন জরুরি। গণতান্ত্রিক সরকার এলে অনেক কিছু নিয়ন্ত্রণে আসবে। কিন্তু যারা আগে দ্রুত নির্বাচন দাবি করছিল, তারাই এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।’

জোট নিয়ে চলমান আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘অনেক দলের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আপাতত আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’