ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে বুমরাহ কি খেলবেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:১৭ পিএম
জসপ্রিত বুমরাহ। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুবই কম, এমনটাই জানিয়েছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুমরাহ দলের গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিটি ম্যাচেই সেরা দল নিয়েই নামতে চায় ভারত।

গত এক বছর ধরে পিঠের চোটের কারণে বুমরাহর খেলার চাপ সীমিত রাখা হচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি মাত্র তিনটিতে খেলেছেন।

এশিয়া কাপের পর ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

টেন ডেসকাট বলেন, ‘আমার মনে হয় বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার থেকেই টেস্ট সিরিজ শুরু হচ্ছে, তাই এশিয়া কাপের ম্যাচগুলো তার কাজের চাপ সামলানোর জন্য ভালো প্রস্তুতি হিসেবে কাজ করবে।

আমরা প্রতিটি ম্যাচেই সেরা দল নিয়ে খেলতে চাই, আর বুমরাহ অবশ্যই সেই পরিকল্পনার অংশ।’

এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি উইকেট নিলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বুমরাহ।