আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকবে বিএনপি। বেসরকারি গবেষণা ও পরামর্শ সংস্থা ইনোভিশন কনসাল্টিং পরিচালিত এক জনমত জরিপে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ভোটারই বিশ্বাস করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। আর ২৮ দশমিক ১ শতাংশ ভোটারের বিশ্বাস জামায়াতের পক্ষে।
জরিপে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ দশমিক ৭৯ শতাংশ মনে করেন দলটিকে সুযোগ দেওয়া উচিত। তবে ৪৫ দশমিক ৫৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আগে বিচার হওয়া দরকার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ইনোভিশন কনসাল্টিং ফার্ম ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপের এই তথ্য প্রকাশ করে।
জরিপে অংশ নেন মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার, যাদের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ ছিলেন গ্রামাঞ্চলের এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহরাঞ্চলের বাসিন্দা। দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫২১টি প্রাথমিক স্যাম্পলিং ইউনিট (PSU) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
জরিপে স্থানীয় রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি জনগণের সন্তুষ্টি এবং অসন্তুষ্টির বিষয়টিও উঠে এসেছে। বিএনপির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮ দশমিক ২ শতাংশ, জামায়াতের প্রতি ১৩ দশমিক ৭ শতাংশ, এনসিপির প্রতি ৯ দশমিক ১ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ৬ দশমিক ৩ শতাংশ মানুষ।
অপরদিকে বিএনপির প্রতি একদমই সন্তুষ্ট নন ১৪ দশমিক ৫ শতাংশ, জামায়াতের প্রতি ১৪ দশমিক ১ শতাংশ, এনসিপির প্রতি ২১ দশমিক ৫ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ২০ দশমিক ২ শতাংশ ভোটার।
ভোট দেওয়ার ক্ষেত্রে জনগণের মানসিকতার পরিবর্তনও ধরা পড়েছে জরিপে। অংশগ্রহণকারীদের ৬৫ দশমিক ৫ শতাংশ জানিয়েছেন, তারা প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা দেখে ভোট দিতে চান। অন্যদিকে মাত্র ১৪ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা দলীয় প্রতীক দেখে ভোট দেবেন।
জরিপের ফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।