ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন ড. ইউনূস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:২৮ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক করছেন। ছবি- সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক করেছেন। বৈঠককালে শেখ হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাতে সংস্থাটির সহায়তা চেয়েছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠককালে আর্থিক খাতের সংস্কার ও বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি নিয়েও তাকে অবহিত করেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সেই টাকাটা ফেরানো ড. ইউনূসের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি আলাপ করেছেন। বিশ্বব্যাংক এ ব্যাপারে আমাদের সাহায্য করবেন আশা করছি।