শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০২:০৪ পিএম

নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ মিলল খালে, পা গামছা দিয়ে বাঁধা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০২:০৪ পিএম

মরদেহ দেখতে উৎসুক মানুষের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

মরদেহ দেখতে উৎসুক মানুষের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ইউছুফ হোসেন (৪৫) নামে নিখোঁজ রাজমিস্ত্রির পা বাঁধা মরদেহ মিলল খালে। শুক্রবার (০৩ অক্টোবর) রাতে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইউছুফ হোসেন সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গত বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন।

শুক্রবার রাতে স্থানীয় যুবক কাইয়ুম হোসেন খালে মাছ শিকার করতে গিয়ে বাঁশঝাড়ের নিচে ইউছুফের মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন।

ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে। এ ছাড়া আর কারো সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।

সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর বলেন, ইউছুফ আমার ভগ্নিপতি। তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে, ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!