প্রবাসী ভোটারদের ব্যালট পেপার সঠিকভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী এনায়েত উল্লাহ।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টারের মাধ্যমে প্রবাসীদের এ আহ্বান জানান তিনি। পোস্টারে কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘ভোট দেওয়ার পর আপনার ব্যালট পেপারটি খামের মাধ্যমে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন।’
তথ্য অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিদেশি ভোট বা ওভারসিজ ভোটিং ব্যবস্থার আওতায় প্রবাসীরা ব্যালট পেপার পূরণের পর নির্দিষ্ট খামে করে নিকটস্থ ডাকঘরে জমা দিতে পারবেন। এ সেবা কার্যক্রমে সহযোগিতা করছে বাংলাদেশ ডাক বিভাগ।
উল্লেখ্য, কাজী এনায়েত উল্লাহ একজন বিশিষ্ট শিল্পপতি এবং অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের মহাসচিব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন