সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অনুষ্ঠানে পৌঁছান। এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা দেন বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তার সঙ্গে একই গাড়িতে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিকেল চারটায় সেনাকুঞ্জে সংবর্ধনার আয়োজন করা হয়, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে।
উল্লেখ্য, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর দেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দিবসটি শুরু হয় ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের মাধ্যমে। মোনাজাতে দেশের উন্নতি-সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদ হওয়া সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন