শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মাইক্রোবাসের ধাক্কায় হেলাল উদ্দিন (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পূর্বদেলুয়া গ্রামের ছামাদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় খড় বোজাই করা ভ্যান নিয়ে হেলাল উদ্দিন সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিলেন। পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের পাশে, পিছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। হেলাল উদ্দিন ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন