রাজধানীতে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, হাজি আব্দুল রহিম (৪৭), তার ছেলে মেহরাব হোসেন রিমন (১৩) এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। তীব্র কম্পনে বংশালের কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, রেলিং ধসে ছয় জন আহত হন, এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল রহিম ও তার ছেলে রিমন সকালে মাংস কিনতে বের হয়েছিলেন। পথেই দুর্ঘটনার কবলে পড়ে তারা প্রাণ হারান।
ঘটনার পর এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কাজ করে।
এদিকে ভূমিকম্পের প্রভাবে রাজধানীর খিলগাঁও, বাড়িধারা ও আরও কয়েকটি এলাকায় কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এর আগে এ ধরনের তীব্র ভূকম্পন তারা অনুভব করেননি বলে জানিয়েছেন বাসিন্দারা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন