নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ভূমিকম্পে মাটির ঘর ধসে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজম আলী মৃত বাছর আলীর ছেলে।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, সকালে নিজের মাটির ঘরে অবস্থান করছিলেন মালিতা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা কাজম আলী। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানলে মুহূর্তে তার মাটির ঘরটি ধসে পড়ে। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, ভূমিকম্পে মাটির ঘর ধসে কাজম আলীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন