লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখার প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীর নেতৃত্বে আয়োজিত গণমিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে। এতে অন্তত ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছে বলে দাবি দলটির।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
এমপি প্রার্থী জাকিরের নেতৃত্বে মিছিলটি সোনাপুর হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহিম, সহ-সভাপতি মহি উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন