ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

সাবেক প্রতিমন্ত্রীর কোটি টাকার গাড়িসহ আটক ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৭:৪২ পিএম
জব্দ বিলাসবহুল গাড়ি। ছবি- সংগৃহীত

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের মালিকানাধীন একটি বিলাসবহুল গাড়িসহ দুইজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৬ জুন) ভোরে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় স্থানীয়দের সহায়তায় গাড়িটি জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপির ছেলের জন্য ঢাকায় ঈদ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছিল গাড়িটি। ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের হতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা পিছু ধাওয়া করলে কালীগঞ্জের কাকিনা পেট্রল পাম্প এলাকায় গিয়ে গাড়িটি থামাতে বাধ্য হয়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়ির চালক ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, গাড়িটির মালিকানা, পরিবহন করা সামগ্রীর ধরণ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। আপাতত গাড়িটি জব্দ করা হয়েছে এবং দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।