ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০২:৪৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার চাতলপাড় বাজারে ‘উল্টাগোষ্ঠী ও মোল্লাগোষ্ঠী’র সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান। নিহত সোহরাব মিয়া (২৮) ওই এলাকার চান মিয়ার ছেলে এবং চাতলপাড় ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন। তিনি মোল্লাগোষ্ঠীর সমর্থক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ‘উল্টাগোষ্ঠী ও মোল্লাগোষ্ঠী’র মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সকালে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। বাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে মোল্লাগোষ্ঠীর তিনজন নেয়ামুল মিয়া, বাবুল মিয়া ও সুরাফ মিয়াকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারি শুরু হয়। একজন নিহত হয়েছেন। লুটপাটের ঘটনাও ঘটেছে। বন্ধ রয়েছে পুরো বাজার।