বিশ্বের শীর্ষ ধনকুবের ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক তার নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সময় রোববার (৬ জুলাই) রাত ২টার দিকে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি বলেন, ‘২ থেকে ১ গুণ করলে, আপনি একটি নতুন রাজনৈতিক দল চাইবেন এবং আপনার তা হবেই!’
মাস্ক আরও বলেন, ‘যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্রে নয়, একদলীয় ব্যবস্থায় বাস করি।’
নতুন দল গঠনের ঘোষণা দিয়ে তিনি ওই পোস্টে লেখেন, ‘আজ, আমেরিকা পার্টি আপনাকে আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য গঠিত হয়েছে।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জনসমক্ষে বিরোধের পর বিশ্বের এই শীর্ষ ব্যবসায়ী একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন।
রোববারের এক্স-এ পোস্টটি আসার ঠিক আগের দিন, যখন তিনি একই প্ল্যাটফর্মে নতুন একটি দল গঠনের বিষয়ে একটি জরিপে অংশ নিয়েছিলেন।