ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মাদারীপুরে বিয়েবাড়ির নাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ১০:২৩ এএম
ছবি- সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় বিয়েবাড়ির নাচগানকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সুচিয়া ভাঙ্গা গ্রামের আলামিন সন্ন্যামাত, জামাল ঢালী, অলিল ঢালী, শাহ আলম সন্ন্যামাত এবং উত্তর খাগছাড়া গ্রামের রেজাউল চৌকিদার, কাওসার তালুকদার, কামাল হোসেন, সাব্বির শিকদার, শুভ কাজী, রোমান কাজী, আরিফ কাজী ও ইব্রাহিম কাজীসহ অন্তত ১৫ জন।

 বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচগান চলছিল। সেখানে স্থানীয় ইউপি সদস্য সাগর বেপারী ও হাকিম কাজীর অনুসারী কিশোরদের মধ্যে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার পরদিন বিকেলে নতুন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সালিশ বসে। সালিশ চলাকালে উত্তেজনা চরমে পৌঁছালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও অন্তত ১৫টি দোকান ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’